আজ সর্বত্রই নারীদের জয়ধ্বনি বিঘোষিত হচ্ছে। এতকাল যেখানে নারীরা আলোহীন অন্ধকারে নিমজ্জিত ছিলেন সেখানে আজ আলোহীন দুর্ভেদ্য অন্তরাল থেকে বেরিয়ে আলোকিত জগতের উদার প্রাঙ্গনে তাদের অবস্থান। আজ তারা নিজের যোগ্যতা ও ক্ষমতাকে অস্বীকার করেন না কেননা তারা মানসিক দাসত্বের শৃঙ্খলামুক্ত।
যে দুর্জয় চালিকাশক্তি অন্তরালবর্তী, অবরোধবাসিনী নারীকে আলোর দিকে অগ্রসর করছে তা হলো ‘শিক্ষা’। আর নারী শিক্ষার প্রসারে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও এর পথকে করেছে প্রশস্ত। এলাকার শিক্ষাহিতৈষী ব্যক্তিদের মহৎ উদ্যোগের সার্থক দৃষ্ঠান্ত আল-এমদাদ কলেজ, চন্দরপুর।’