প্রতিষ্ঠানের ইতিহাস

আল-এমদাদ কলেজ, চন্দরপুর

 সংক্ষিপ্ত  ইতিহাস

স্থাপিত: ১৯৯৫ ইং

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা :- আল-এমদাদ কলেজ, চন্দরপুর, ডাকঘর-চন্দরপুর, উপজেলা: গোলাগগঞ্জ, জেলা: সিলেট। মোবাইল : 01715861013

অবস্থান :- আল-এমদাদ কলেজ, চন্দরপুর, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত ৫নং বুধবারী বাজার ইউনিয়নের কুশিয়ারা তীরবর্তী অঞ্চলে চন্দরপুর-এ অবস্থিত।

সূচনাকাল:- এ প্রতিষ্ঠানটি এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় ১৯৯৫ ইংরেজি সনে স্থাপিত হয়।

প্রতিষ্ঠাতা:- তৎকালীন সময়ে অত্র এলাকার দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে উঠে।


প্রতিষ্ঠানের অধ্যক্ষগণের তালিকা:-
                                  ০১। জনাব খালেদা খানম চৌধুরী (০১/১০/১৯৯৬ হতে ০২/০৩/১৯৯৭ ইং)
                                  ০২। জনাব জাকির আহমদ চৌধুরী ( ০৩/০৩/১৯৯৭ হতে ১৭/০৭/২০০২ ইং)
                                  ০৩। জনাব মো: আবুল কালাম আজাদ ( ১৮/০৭/২০০২ হতে অদ্যাবধি )

আয়তন:- প্রতিষ্ঠানটির নিজস্ব ভূমির পরিমাণ ৩.৭০ একর ও খেলার মাঠ ১.৪০ একর।

ভবন সংখ্যা :- প্রতিষ্ঠানটি বর্তমানে ১৫টি শ্রেনী কক্ষ, ২টি বিজ্ঞানাগার, ১টি আধুনিক লাইব্রেরী, ১টি আধুনিক কম্পিউটার ল্যাব, ১টি ছাত্রী মিলনায়তন, ১টি শিক্ষক মিলানায়তন ও দুইটি অফিস কক্ষসহ মোট ৩টি ভবন রয়েছে।

শাখার সংখ্যা - প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ০৩টি এবং ডিগ্রীতে ০২টি শাখা রয়েছে।

ফলাফল :- প্রতিষ্ঠানটি ২০০৪ সনে সিলেট  শিক্ষা বোর্ডের  উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সেরা দশের মধ্যে পঞ্চম স্থান লাভ করে ।

জনবল:- প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ২৯ জন। লাইব্রেরীয়ান ও প্রদর্শক ০২ জন এবং কর্মচারীর  সংখ্যা ০৪ জন, সর্বমোট ৩৫ জন।

প্রতিষ্ঠানের উন্নয়নের ধাপ সমূহ :- প্রতিষ্ঠানটি সর্বপ্রথম মানবিক শাখা নিয়ে ১৯৯৫ ইং সনে যাত্রা শুরু করে ১৯৯৭ ইং সনে বিজ্ঞান শাখা ও ২০০৯ ইং সনে বানিজ্যিক শাখা চালূ করে। সর্বশেষ ২০১৪ ইং সনে স্কুল শাখা হতে পৃথকীকরণ হয়ে ২০১৫ ইং সনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এ ও বিএসএস(পাস) কোর্সের  অধিভুক্তি লাভ করে ।

কলেজ প্রতিষ্ঠাকালীন ম্যানিজিং কমিটি-

ক্রমিক নং

নাম

পদবী

০১

জনাব ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমদ

চেয়ারম্যান

০২

জনাব সফিকুর রহমান খান
ভাইস চেয়ারম্যান

০৩

জনাব আব্দুল কুদ্দুছ

জনাব মো: হাছানুজ্জামান

জনাব খালেদা খানম চৌধুরী

জনাব জাকির আহমদ চৌধুরী

প্রধান শিক্ষক ও সদস্য সচিব

সহকারী প্রধান শিক্ষক ও সদস্য সচিব

অধ্যক্ষ ও সদস্য সচিব

অধ্যক্ষ ও সদস্য সচিব

০৪

জনাব মো: মাহবুবুল হক

                  সদস্য

০৫

জনাব ডা: মস্তফা উদ্দিন আহমদ

                  সদস্য

০৬

জনাব মো: কামাল উদ্দিন

                  সদস্য

০৭

জনাব ডা: এইচ. এম. ফখরুল ইসলাম

                  সদস্য

০৮

জনাব বাবুল মিয়া (মহাজন)

                  সদস্য

০৯

জনাব মো: সফিক উদ্দিন

শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখা)

১০

জনাব মো: আব্দুল মুকিত

শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখা)

১১

জনাব মো: আবুল কালাম আজাদ

প্রতিনিধি, কো-অপ্ট কলেজ শাখা

ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাকালীন গভার্নিং বডি :-

ক্রমিক নং

নাম

পদবী

০১

জনাব মো: মনজুর আহমদ

সভাপতি

০২

জনাব মো: দেলোয়ার হোসেন

শিক্ষক প্রতিনিধি

০৩

জনাব মো: মানিক মিয়া চৌধুরী

শিক্ষক প্রতিনিধি

০৪

জনাব মো: চেরাগ আলী

অভিভাবক প্রতিনিধি

০৫

জনাব হাজী মো: নাজিম উদ্দিন

অভিভাবক প্রতিনিধি

০৬

জনাব হাজী মো: নূরুল ইসলাম

অভিভাবক প্রতিনিধি

০৭

জনাব মো: আব্দুস সোবহান

অভিভাবক প্রতিনিধি

০৮

জনাব মোছা: আফিয়া বেগম

সংরক্ষিত মহিলা অভিভাবক

০৯

জনাব আলহাজ্ব মো: আব্দুল হামিদ

দাতা সদস্য

১০

জনাব  হাজী আব্দুল গনি

বিদ্যোৎসাহী সদস্য

১১

জনাব মো: আবুল কালাম আজাদ

অধ্যক্ষ ও সদস্য সচিব


বর্তমান অধ্যক্ষ :- প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন জনাব মো: আবুল কালাম আজাদ। পিতা-মো: ময়না মিয়া, মাতা- আনোয়ারা বেগম, গ্রাম- বাসুদেবপুর,    ডাকঘর- কমলগঞ্জ, উপজেলা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার। জন্ম- ১লা নভেম্বর ১৯৭০ ইংরেজী। তিনি ২০০২ ইং সনের ১৮জুলাই হতে ২০০৩ ইং সনের ১৯ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ২০০৩ ইং সনের ২০শে মার্চ থেকে স্থায়ী ভাবে অধ্যক্ষ পদে কর্মরত। তিনি ১৯৯০ ইং সনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এম.সি. কলেজ, সিলেট থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি.এস.এস.অনার্স  ডিগ্রী ও ১৯৯১ ইং সনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এম.এস.এস ডিগ্রী লাভ করেন। ইতিমধ্যে তিনি নায়েম, ঢাকা থেকে দুইবার শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার বিষয়ের উপর  এবং T.Q.I থেকে একবার পেশাগত দক্ষতার উপর প্রশিক্ষণ গ্রহন করেছেন।

ওয়েবসাইট সম্পাদনা কমিটি:-

ক্রমিক নং

নাম

পদবী

০১

জনাব মো: আবুল কালাম আজাদ

অধ্যক্ষ ও সচিব,

ওয়েব সাইট  সম্পাদনা  কমিটি

০২

জনাব নিশি কান্ত দাশ

আহ্বায়ক,

ওয়েব সাইট  সম্পাদনা  কমিটি

০৩

জনাব মো: কাউছার আহমদ

সদস্য,

ওয়েব সাইট  সম্পাদনা  কমিটি

সার্বিক সহযোগীতায়:-
                      ০১.    গভার্নিং বডি (২০১৪-২০১৫ ইং)
                      ০২.    শিক্ষক মন্ডলী
                      ০৩.    অফিস স্টাফ

কলেজ প্রশাসন

সভাপতির বাণী

অধ্যক্ষের বাণী

পরিচালনা পর্ষদ
প্রাক্তন অধ্যক্ষ 
বৃন্দ

 

আমাদের সম্পর্কে

প্রতিষ্ঠানের ইতিহাস
ভৌত অবকাঠামো
মাস্টার প্লান
একাডেমিক ক্যালেন্ডার

একাডেমিক তথ্য

ক্লাস রুটিন
সিলেবাস
সহশিক্ষাক্রমিক কার্যাবলি
ছুটির তালিকা